• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সভাপতি নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

  ১৫ অক্টোবর ২০১৮, ০৮:৩৮

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে শরিফ ওরফে ফরহাদ (৩৩) নামের চরমপন্থী দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের ২ সদস্য আহত হন।

রোববার রাত আড়াইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে।

শরিফ ওরফে ফরহাদ পূর্ব বাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির টাঙ্গাইল জেলা সভাপতি ছিলেন।

এ ব্যাপারে র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, গোপন সংবাদের মাধ্যমে গভীর রাতে দাইন্যা চৌধুরী মধ্য পাড়া এলাকায় র‌্যাবের একটি টিম পৌছলে র‌্যাবকে লক্ষ্য করে চরমপন্থীর নেতারা গুলি ছুড়ে। পরে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে কিছুক্ষণ গুলিবিনিময় হয়। এক পর্যায়ে পূর্ব ফরহাদ গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হলে অনন্য নেতারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনায় র‌্যাবের সার্জেন্ট শহিদুল ইসলাম ও কনস্টেবল হাবিবুর রহমান আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিনসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে র‍্যাব-ডাকাত গোলাগুলি, কৃষক নিহত 
নৌবাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন
মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর....
‘বর্ষবরণ ঘিরে যেকোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত র‌্যাব’
X
Fresh