• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

সাভারে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২১

সাভার ও আশুলিয়ায় পৃথক স্থান থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি ও হেমায়েতপুরের সিংগাইর রোড এবং আশুলিয়ার নিরিবিলি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকায় লেগুনা পার্কিং করা নিয়ে আসলাম নামের (৪৫) এক লেগুনার ড্রাইভারকে পিটিয়ে হত্যা করেছে জুয়েল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মালিক জুয়েল ও রুবেল। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে হত্যাকারী পলাতক রয়েছে। নিহতের বাড়ি মুন্সীগঞ্জ বলে জানিয়েছে পুলিশ।

------------------------------------------------------------------
আরও পড়ুন : পদ্মায় ভাঙন কবলিত এলাকায় ড্রেজিং শুরু
------------------------------------------------------------------

অন্যদিকে সকালে সাভারে পারভীন আক্তার (২২) নামের এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার একলাস মিয়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পারভীন হেমায়েতপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিল। তবে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করে জানানো যাবে বলে জানান সাভার মডেল থানার এসআই রুবেল হোসেন।

এদিকে হেমায়েতপুরের সিংগাইর রোড এলাকা থেকে আব্দুর রহীম নামের এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রাস্তা পার হওয়ার সময় অটোগাড়ির চাপায় তিনি মারা যান। আব্দুর রহীম সিংগাইর রোড এলাকার ডেকো এক্সেসরিজ লিমিটেড কর্মরত ছিল।

নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় তিনটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সাভার মডেল থানার ওসি আব্দুল আউয়াল ও আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার 
গোসলে নেমেছিলো বাক প্রতিবন্ধী যুবক, ২ ঘণ্টা পর মিলল মরদেহ
সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা করেও বাঁচানো গেল না যুবককে
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
X
Fresh