logo
  • ঢাকা রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯, ৩১ ভাদ্র ১৪২৬

বরগুনায় বাসচাপায় মাহেন্দ্রর ৬ যাত্রী নিহত

বরগুনা প্রতিনিধি
|  ২৬ জুলাই ২০১৮, ১২:০৭ | আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৩:০৫
ছবি-সংগৃহীত
বরগুনার আমতলীতে মানিকঝুড়ি নামক স্থানে বাস ও থ্রি-হুইলারের (মাহেন্দ্র) মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা সবাই থ্রি-হুইলারের যাত্রী। 

বৃহস্পতিবার সকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে। 

জানা যায়, আমতলীর মানিকঝুড়ি নামক স্থানে যাত্রীবাহী বাস আল্লাহর দান পরিবহনের সঙ্গে মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি কুয়াকাটা থেকে আমতলী আসছিল। অপরদিকে মাহেন্দ্রটি যাত্রী নিয়ে আমতলী থেকে বগী বাজারে যাচ্ছিল।

নিহতদের মধ্যে আমতলীর তারিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার (৩৫), বগী এলাকার শানু হাওলাদার (৪০) ও চান মিয়া (৫৫) এর নাম জানা গেছে। এছাড়া নিহতদের মধ্যে ৩ মাসের এক শিশু, ৪০-৪৫ বছরের দু’জন পুরুষ রয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। 
নিহত শিশুর মা ফাহিমাকে মুমূর্ষু অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। 

আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন :

এসএস/জেএইচ 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়