• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রগতি চাকমা

রাঙামাটি প্রতিনিধি

  ২৬ জুলাই ২০১৮, ১১:১৪

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের শূন্য পদে উপ-নির্বাচনের বেসরকারিভাবে জেএসএস (এমএন লারমা) সমর্থিত প্রার্থী প্রগতি চাকমা (আনারস প্রতীক) ১৪ হাজার ৪৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত প্রার্থী প্রণতি চাকমা (কাপ-পিরিচ) পেয়েছেন ৮ হাজার ১৫ ভোট।

দোয়াত কলম নিয়ে একমাত্র নারী প্রার্থী কল্পনা চাকমা পেয়েছেন ৪৩৬ ভোট।

প্রগতি চাকমা জনসংহতি সমিতি(এমএন লারমা) রাঙামাটির জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের শূন্য পদে উপ-নির্বাচন। গত ৩ মে নিজ কার্যালয়ের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা। তিনি জেএসএস (এমএন লারমা) সহ-সভাপতি ছিলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : নির্বাচন কমিশনকে হেয় করলে আমরা ছোট হই, জাতি ছোট হয় : এইচ টি ইমাম
--------------------------------------------------------

বিজয়ী প্রার্থী প্রগতি চাকমা বলেন, আমি সকল ভোটারের প্রতি কৃতজ্ঞ তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। ভোট প্রয়োগের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ হলো। দিনে দুপুরে জনপ্রিয় একজন উপজেলা চেয়ারম্যানকে যারা হত্যা করেছে ভোটের মাধ্যমে তার প্রমাণ জনগণ দিয়েছেন। আমি যতদিন দায়িত্বে থাকবো পাহাড়ি-বাঙালি সকলকে নিয়ে সুন্দরভাবে বসবাস করার চেষ্টা করবো আর সকল এলাকায় সুষম উন্নয়ন করার চেষ্টা থাকবে।

ইউপিডিএফ সমর্থিত প্রার্থী প্রণতির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টার করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

নানিয়ারচরের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল লতিফ শেখ জানান, বেসরকারিভাবে প্রগতি চাকমা (আনারস প্রতীক) ১৪ হাজার ৪৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
সহকর্মী ও গণমাধ্যমকে এড়িয়ে গেলেন ইলিয়াস কাঞ্চন
ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু
ডিএ তায়েবের জন্য যেভাবে ভোট চাইছেন মেয়ে টুনটুনি
X
Fresh