• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০১৮, ১৮:০৯

চট্টগ্রামের বাকলিয়া ডিসি রোডে ডিশ সংযোগকে কেন্দ্র করে বিরোধের জেরে ফরিদুল ইসলাম (৩৫) নামে এক ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইন বলেন, ফরিদুল ইসলাম নামে একজন যুবলীগ কর্মীকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
--------------------------------------------------------
আরও পড়ুন : অপরিকল্পিত ক্রসড্যামে হুমকিতে ৩ হাজার বিঘা জমির ধান
--------------------------------------------------------

নিহত ফরিদুল ইসলাম ডিসি রোডের চাঁন মিয়া মুন্সী লাইন এলাকার নুরুল ইসলামের ছেলে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল হুদা আরটিভি অনলাইনকে জানান, এলাকায় কেসিটিএন ক্যাবল টিভি নেটওয়ার্কের ডিশ সংযোগ দখলকালে ফরিদ বাধা দেয়ার চেষ্টা করলে দুর্বুত্তদের গুলিতে তিনি নিহত হন। এসময় গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন :

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
X
Fresh