• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা, যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

  ২৭ মার্চ ২০১৮, ১৪:১০

সাতক্ষীরায় স্বাধীনতা দিবসের আলোচনা সভায় হামলা ও ভাংচুরের ঘটনায় জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে মোবাইল ট্র্যাকিং করে সাতক্ষীরা সদর থানা পুলিশ খুলনা শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

এর আগে এ হামলার ঘটনায় সোমবার রাতে আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন জোসি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: মানিকগঞ্জে ট্রলির ধাক্কায় সাংবাদিকসহ আহত ৩
--------------------------------------------------------

মামলায় আব্দুল মান্নানকে এক নম্বর আসামি করে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক আরটিভি অনলাইনকে জানান, গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকার শহীদ আলাউদ্দিন চত্বরে পৌর আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে যুবলীগের একটি গ্রুপ অপর একটি গ্রুপের ওপর হামলা চালায়।

এতে যুবলীগ নেতা মীর মহিতুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা তাঁতীলীগের সভাপতি মীর শাহিন, ছাত্রলীগ নেতা তৌকির, পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনু ও যুবলীগ নেতা তুহিন আহত হন।

এই ঘটনায় আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন জোসি বাদী হয়ে মামলা করে। পরে গতকাল সোমবার রাতেই মোবাইল ট্র্যাকিং করে আব্দুল মান্নানকে খুলনা শহরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরায় সড়কে ঝরল পিতা-পুত্রের প্রাণ
স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
প্রেমিকার উপহারের পোশাক পরে তরুণের আত্মহত্যা
X
Fresh