• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

মুখ্যমন্ত্রী হবে ত্রিপুরায় আনন্দের বন্যা চাঁদপুরে

শরীফ চৌধুরী, চাঁদপুর

  ০৭ মার্চ ২০১৮, ১২:২৫

ভারতের ত্রিপুরা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন রাজ্য বিজিপি সভাপতি বিপ্লব কুমার দেব।

বিপ্লব কুমার দেবের পৈত্রিক বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। বিপ্লব মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন এমন সংবাদে তার পৈত্রিক বাড়িতে উৎসব আর আনন্দের বন্যা বইছে।

দফায় দফায় চলছে মিষ্টি বিতরণ। খুশি স্বজনসহ প্রতিবেশী সবাই।

বিপ্লবের এই বিজয়ে এলাকার মানুষ আনন্দে আত্মহারা। বিপ্লবের বাড়িতে প্রতিদিনই দল বেঁধে আসছে মানুষ। চলছে মিষ্টি খাওয়া আর বিতরণের ধুম।

বিপ্লব সম্পর্কে সাধারণ মানুষেরও কৌতূহল তুঙ্গে। বিজেপি সভাপতির দায়িত্ব নিয়ে দুই বছরের মধ্যেই ত্রিপুরার বিধানসভা নির্বাচনে দলটিকে ঐতিহাসিক বিজয় এনে দেন বিপ্লব কুমার দেব। তিনি নিজেও একটি আসন থেকে নির্বাচিত হন।

বিপ্লব কুমার দেব চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সহদেবপুর পূর্ব ইউনিয়নের মেঘদাইর গ্রামের মৃত হিরুধন দেবের ছেলে। মুক্তিযুদ্ধের সময় তার বাবা-মা ত্রিপুরায় চলে যান।

ত্রিপুরায় স্থায়ী বাসিন্দা হলেও দুই কাকাসহ আত্মীয়-স্বজন এখনও কচুয়ায় বসবাস করেন। যার কারণে মাঝেমাঝেই বিপ্লব নাড়ির টানে আসতেন পৈত্রিক বাড়িতে।

বিপ্লব কুমার দেবের তিন কাকা। এর মধ্যে জীবিত দুই কাকা বসবাস করেন চাঁদপুরের পৈত্রিক বাড়িতে। তারা হলেন মধুসূদন দেব ও প্রাণধন দেব।

বিপ্লবের বাবা দুইবার ত্রিপুরায় পঞ্চায়েত সদস্য ছিলেন। তাছাড়া বাংলাদেশে পৈত্রিক গ্রামে দাদা গোবিন্দ কুমার দেব টানা ৩০ বছর ছিলেন ইউপি সদস্য। ফলে উত্তরাধিকার সূত্রেই বিপ্লবের মধ্যে রাজনীতির রক্ত প্রবহমান।

বিপ্লবের কাকা মধুসূদন দেব জানান, বিপ্লব দেব ত্রিপুরা রাজ্য বিজেপির দায়িত্ব পান ২০১৬ সালের সাত জানুয়ারি। সে আরএসএসের সঙ্গে যুক্ত ছিল।

ত্রিপুরা রাজ্য বিজেপির সভাপতি বিপ্লব দেব ভারতের কেন্দ্রীয় সরকারে থাকা দলটির সবচেয়ে কম বয়সী রাজ্য সভাপতি।

বিপ্লব গত বছর আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলে বিজেপির প্রতিনিধি দলের প্রধান হয়ে যোগদান করেন।

সম্মেলন শেষে তিনি গ্রামের বাড়ি কচুয়ায় হেলিকপ্টার করে আসেন। ওইদিন স্থানীয় প্রেস ক্লাবে তাকে সংবর্ধনা দেয়া হয়।

কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী জানান, বিপ্লব দেব তিন বোনের একমাত্র ভাই। বাবা-মা বাংলাদেশে ছেড়ে চলে যান ১৯৭০-এ ।

ত্রিপুরার মাটিতেই জন্ম নেন তুমুল জনপ্রিয় নেতা বিপ্লব। স্থানীয়রা বিপ্লবকে নিজেদের সন্তান হিসেবেই মনে করেছে।

লাল হটিয়ে এখন ত্রিপুরায় গেরুয়া পতাকা উড়ছে। দীর্ঘদিনের বাম শাসনের পরিসমাপ্তি টেনে শুরু হচ্ছে বিজিপির শাসন।

আজ বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি কেন্দ্রীয় কমিটি।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লি হাইকোর্টে মুক্তির আবেদন করলেন কেজরিওয়াল
নারী কর্মীদের জন্য ১০ দিনের বাড়তি ছুটি
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইলেন আমির
পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হওয়ার পথে মরিয়ম নওয়াজ
X
Fresh