DMCA.com Protection Status
  • ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০১৯, ১১ বৈশাখ ১৪২৬

হিজড়া বিউটি পার্লারের উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
|  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৩ | আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৯
হিজড়া জনগোষ্ঠীকে কর্মমুখী করার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ায় লেডিস বিউটি পার্লার উত্তরণ-৩ নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

বুধবার সকালে জেলা শহরের টেংকের পারে অবস্থিত পুলিশ ভবন মার্কেটের দ্বিতীয় তলায় এই পার্লারের উদ্বোধন করা হয়।

এসময় ফজলে রাব্বী মিঞা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সকল উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। আমরা দেশের সাধারণ নাগরিক হিসেবে চাইব; সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হোক। এটাই আমাদের প্রত্যাশা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

আরও পড়ুন:

জেবি/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়