• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাভারে যাত্রীবেশে বাসে ডাকাতি, নিহত চালক

সাভার প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৮

টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ধলেশ্বরী পরিবহনের ইনসাফ নামের একটি বাসে যাত্রীবেশে ডাকাতির সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন চালক। এছাড়া আহত হয়েছেন বাসের হেলপার ও সুপারভাইজার।

মঙ্গলবার ভোরে সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে এই ডাকাতির ঘটনা ঘটে। নিহত বাসচালকের নাম শাহজাহান মিয়া। আহতরা হলেন হেলপার বাদশা মিয়া এবং সুপারভাইজার শহিদুল খান।

যাত্রীবেশে উঠে বাসের সব যাত্রীকে সিটের সঙ্গে বেঁধে নগদ টাকা ও মোবাইলফোনসহ মালামাল লুটপাট করে ডাকাতরা। বাসচালক শাহজাহান বাধা দিলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে তারা। পরে বাসটি আশুলিয়ার শ্রীপুরে রেখে পালিয়ে যায় ডাকাতরা।

--------------------------------------------------------
আরও পড়ুন: পিরোজপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
--------------------------------------------------------

বাসটির ভেতরে রক্তাক্ত অবস্থায় চালক, হেলপার ও সুপারভাইজারকে পড়ে থাকতে দেখে আশুলিয়া থানায় খবর দেয় স্থানীয়রা। পরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন ঘটনাস্থলে পৌঁছান।

প্রথমে ওই তিনজনকে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেয়া হয়। শাহজাহান মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এসময় গুরুতর আহত বাদশাকে ঢামেক হাসপাতালে নেয়ার পরামর্শ এবং সামান্য আহত শহিদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, এই বিষয়ে পরে বিস্তারিত কথা বলবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
X
Fresh