• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নবাবগঞ্জে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছয় পরীক্ষার্থী আটক

কেরাণীগঞ্জ প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২২

এসএসসি পরীক্ষার গণিত প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নবাবগঞ্জে ছয় পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

সোমবার উপজেলার বাহ্রা ও আলালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো মো. রাব্বি, মো. রুহান, শামীম হাসান, মো.শাকিব, তৌহিদুল ইসলাম ও মো. আলামিন। এরা সকলেই এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

নবাবগঞ্জ থানার এসআই মো. আরাফাত হোসেন আরটিভি অনলাইনকে জানান, এসএসসি গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গেলো শনিবার সকাল নয়টার দিকে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের সামনে থেকে উপজেলার বক্সনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রনি মিয়া (২৮) ও বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাইস্কুলের শিক্ষক সোহেল রানাকে (৩০) আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার বাহ্রা ও আলালপুর থেকে আরো ছয় পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

তিনি জানান, আটককৃত দুই শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহ আমানতে ৯০ হাজার ইউএই দিরহামসহ যাত্রী আটক
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
X
Fresh