• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

জঙ্গিদের আর বড় নাশকতার শক্তি নেই : শহীদুল হক

কুমিল্লা প্রতিনিধি

  ১৭ জানুয়ারি ২০১৮, ১৫:২৭

পুলিশ জঙ্গিদের একের পর এক আস্তানা খুঁজে ধ্বংস করে দিয়েছে। তাই জঙ্গিরা আর বড় ধরনের কোনো নাশকতা করতে পারবে না। পৃথিবীর সব দেশেই জঙ্গি সমস্যা আছে। কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমরা এই বিষয়টিকে ভালোভাবে সামাল দিতে পেরেছি। বললেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

বুধবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ লাইনে শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিনের স্মৃতি রক্ষায় নির্মিত প্রধান ফটক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সামনে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক। পরে তিনি পুলিশ লাইনে শহীদ এবিএম আবদুল হালিমের নামে নির্মিত একটি মিলনায়তনের উদ্বোধন করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: রাখাইনে বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ৭
--------------------------------------------------------

শহীদুল হক আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করে পুলিশ বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসেবে তৈরি করেছে। এই অর্জনে আমাদের সরকার ও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি ড. এসএম মনিরুজ্জামান, হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি পরিতোষ ঘোষ, জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ 
পিনাকী ভট্টাচার্যকে অভিযুক্ত করে সিটিটিসির চার্জশিট
‘আমাকে মেরে ফেলেন ভাই’
যে কারণে পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
X
Fresh