• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

আশুলিয়ায় আগুনে পুড়ল ১৪ ঘর

সাভার প্রতিনিধি

  ০৯ জানুয়ারি ২০১৮, ১৯:১৫

আশুলিয়ার জিরানী বাজার টেঙ্গুরী এলাকায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি ঘর পুড়ে গেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেল তিনটার দিকে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার তোফাজ্জলের কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই কলোনির ১৪টি ঘর পুড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন কবির আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার বিকেলে শ্রমিক কলোনিতে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যে আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পরে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জেবি/পি

আরও পড়ুন-

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব কারণে সুন্দরবনে আগুন
সুন্দরবনে অগ্নিনির্বাপণ কাজে বিমানবাহিনীর অংশগ্রহণ
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলেও যেকোনো সময় জ্বলে উঠার আশঙ্কা
২৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের আগুন
X
Fresh