• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মহেশপুরে আরো ৪ পুলিশ প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি

  ০৯ জানুয়ারি ২০১৮, ১৬:৫৭

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুর এলাকায় নৈশকোচে ডাকাতির ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে মহেশপুর থানার এক এসআই ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাদেরকে প্রত্যাহার করা হয়।

এরা হলেন এসআই আনিচুর রহমান, কনস্টেবল আব্দুল গাফ্ফার, আসাদুল হক ও ইমরান হোসেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজাহার আলী শেখ জানান, গেলো ৪ জানুয়ারি মহেশপুর উপজেলার পুরন্দপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী নৈশ কোচ সোনারতরী পরিবহনে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জানুয়ারি পুলিশের পক্ষ থেকে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ বিষয়ে তদন্তের পর সড়কে কর্তব্যরত অবস্থায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআই ও তিন কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। এর আগে সোমবার প্রশাসনিক কারণে একই থানার এক এসআই ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
তীব্র গরমে পুলিশ সদস্যদের প্রতি ১১ নির্দেশনা
শাবনূরকে চিনতে না পেরে আটকে দিল পুলিশ
পুলিশের সামনে মিথিলাকে পেটাল ইউটিউবার রাকিব টিম
X
Fresh