• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২০ নভেম্বর ২০১৭, ১৬:৪৯

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে চার কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

সোমবার এক সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের এএসপি আব্দুল হাই সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক চার কোটি ১০ লাখ টাকা।

তিনি বলেন, মাদক কেনাবেচার খবর পেয়ে রোববার গভীর রাতে সদর উপজেলার হাকিমপুর ঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে চার কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুইজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এএসপি।

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচার হয়ে থাকে। বিজিবি সদস্যরা প্রায়ই সীমান্ত দিয়ে আসা মাদকদ্রব্য আটক করে থাকে। চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদক চোরাকারবারিদের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে।

এদিকে এলাকাবাসী মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

তারা বলেন, এই এলাকায় অনেক স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছে। অনেকে আবার স্বাভাবিক জীবন ছেড়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। এতে করে এলাকায় সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেরোইনসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা বহিষ্কার
নেত্রকোণায় হেরোইনসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার  
অর্ধকোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক
রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার
X
Fresh