• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

জালে ধরা পড়ল ৩ মণ ওজনের চারটি পাখি মাছ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২৪, ১৮:১৪
ছবি : আরটিভি

বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৫৫) নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩ মণ ওজনের ৪টি পাখি মাছ।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে এসব মাছ পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এ সময় বড় সাইজের এ মাছগুলো একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সুমন মৃধা নামের এক মাছ ব্যবসায়ী মাছগুলো সাড়ে ৭ হাজার টাকা কিনে নেন। গত শনিবার সূর্য মাঝি ১৯ জেলেসহ আল্লাহর দোয়া-১ নামের একটি ট্রলার নিয়ে চট্রগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে এ মাছ চারটি ধরা পড়ে।

আল্লাহর দোয়া-১ ট্রলারের মাঝি সূর্য মিয়া বলেন, আমরা মূলত এ গোলপাতা মাছ (পাখি মাছ) ধরার জন্য সমুদ্রে জাল ফেলি না। এ মাছগুলো ইলিশ মাছের জালে জড়িয়ে ধরা পড়ে। দেশে এ মাছের চাহিদা কম থাকায় ভালো দাম পাওয়া যায় না।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি নয়। আশা করছি আরও বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটায় ইসতিসকার নামাজ আদায়
পর্যটকের পদচারণায় মুখর কুয়াকাটা সৈকত 
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত জোড়া কচ্ছপ
কুয়াকাটায় কালভার্ট ও খাল দখল করে স্থাপনা নির্মাণ
X
Fresh