• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষা অফিস থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ মার্চ ২০২৪, ২২:১৩
শিক্ষা অফিস থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নূরুল ইসলাম (৬০) নামের এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি কক্ষে তার এ ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

তিনি বলেন, এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা সেটা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, নূরুল ইসলাম সিরাজগঞ্জ পৌরসভার কোল গয়লা মহল্লার বাসিন্দা। তিনি প্রায় ৩০ বছর ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

অফিস সহকারী আতিকুল ইসলাম আতিক বলেন, আমরা বৃহস্পতিবারে একসঙ্গে অফিস করেছি। সে নৈশপ্রহরী হওয়ায় প্রতিদিন অফিসেই থাকতো। আজ সন্ধ্যার দিকে অফিসে গিয়ে তার জানালার দিকে তাকিয়ে দেখি সে তার রুমের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। পরে স্যারকে বিষয়টি জানিয়েছি।

এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদ বলেন, এ বিষয়টি আমি জানার পরই থানায় অবহিত করেছি। তারা বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেবেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিল থেকে ইউপি সদস্যের ভাইয়ের মরদেহ উদ্ধার
রুমায় জঙ্গল থেকে গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধার
পাথরঘাটায় নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার 
সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা করেও বাঁচানো গেল না যুবককে
X
Fresh