• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে ৫ টাকায় ডিম, ৭৫ টাকায় মিলবে দুধ 

আরটিভি নিউজ

  ২৫ মার্চ ২০২৪, ২৩:১৪
রাজশাহীতে ৫ টাকায় ডিম, ৭৫ টাকায় মিলবে দুধ 
ছবি : সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে ২৭ রোজা পর্যন্ত পিস প্রতি ডিম মাত্র ৫ টাকা ও লিটারে ৭৫ টাকা করে দুধ কিনতে পারবেন রাজশাহীর নিম্ন আয়ের মানুষ।

সোমবার (২৫ মার্চ) জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আমান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড এবং নাবা ক্যাটেল ফার্মের পক্ষ থেকে নগরীর সাগরপাড়ায় সুলভ মূল্যে ডিম ও দুধ বিক্রির এ নতুন কার্যক্রম চালু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার মো. আখতার হোসেন।

তিনি জানান, সরকার দেশব্যাপী স্থানীয় পর্যায়ে ডিম, দুধ, মাংস কম দামে বিক্রি করার জন্য উদ্যোগ গ্রহণ করছে। সোমবার দুপুর থেকে তারা দুধ বিক্রি কার্যক্রম শুরু করেছেন। এর আওতায় ৯৫ টাকার পাস্তুরাইজেশন দুধ ৭৫ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে। তারা শহীদ কামারুজ্জামান চত্বরসহ বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে একেক দিন দুধ বিক্রি করবেন।

তিনি আরও জানান, আগামী ২৭ রমজান পর্যন্ত দুধ বিক্রি কার্যক্রমও চলবে।

এ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমাকে মেরে ফেলেন ভাই’
উত্তপ্ত রাজশাহী, তাপমাত্রা ছাড়াল ৪২ ডিগ্রি
গাধার দুধ বিক্রি করে কোটিপতি, গড়ে তুলেছেন খামার (ভিডিও)
তীব্র তাপদাহে রাসিকের জরুরি সভা, নানা উদ্যোগ গ্রহণ
X
Fresh