• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভোলায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

আরটিভি নিউজ

  ১২ মার্চ ২০২৪, ১৩:০৬
ভোলায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

ভোলার দৌলতখানে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ছাত্রের নাম আসিফ। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের মধ্যে গুরুতর দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার চর খলিফা ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসিফ চর খলিফা ইউনিয়নের দিদারউল্যাহ গ্রামের বাবুল মিয়ার ছেলে।

তিনি বাংলা বাজার কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার পর উপজেলার কদমতলা এলাকায় এক তরুণীকে ইভটিজিং করা নিয়ে তার ভাই (তরুণীর ভাই) কবির ও আহাদের সঙ্গে নিহত আসিফের বন্ধু রাসেল ও আমজাদের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে রাসেলের পরিবারের লোকজনের সঙ্গে আসিফও ঘটনাস্থলে আসে। দ্বিতীয় দফায় সংঘর্ষের এক পর্যায়ে কবির ও তার সহযোগীরা আসিফকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়াও কবির গ্রুপের হামলায় রাসেল, আমজাদ, দুলাল, বাবু ও মিরাজসহ ৬ জন আহত হয়।

পুলিশ আরও জানায়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতখান হাসপাতাল ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক তাদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাইমুল হাসনাত বলেন, হাসপাতালে আনার আগেই আসিফের মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় রাসেল ও দুলালকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার।

তিনি জানান, ঘটনার পর পরই অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনবাগে কলেজছাত্র শাওন হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
মেলায় জুয়ার আসর বসানোকে কেন্দ্র করে কলেজছাত্র খুন, গ্রেপ্তার ১
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, প্রাণ গেল কলেজছাত্রের
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
X
Fresh