• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

সেনবাগে কলেজছাত্র শাওন হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ এপ্রিল ২০২৪, ২২:৩৭
সেনবাগে কলেজছাত্র শাওন হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
ছবি : আরটিভি

নোয়াখালীর সেনবাগে সেবারহাট বাজারের আলোচিত কলেজছাত্র শাওন হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে সেনবাগের সীমান্তবর্তী বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব মনোয়ারা জেনারেল হাসপাতালের কাছ থেকে আসামি শামীমকে গ্রেপ্তার করে। এ ছাড়া আসামি সাকায়েত আল নওশদ ও এয়াছিন আরাফাতকে সিলেট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন।

তিন বলেন, শামীমকে র‌্যাব-১১ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। অপর দু’জন আসামি সাকায়েত আল নওশদ ও এয়াছিন আরাফাতকে রাতে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ১৭ এপ্রিল বুধবার রাত সোয়া ৮টার দিকে সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাত শাওনকে হত্যা করা হয়।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২
সেনবাগে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
সেনবাগে যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোটরসাইকেল চুরির জেরে যুবককে গুলি করে হত্যা