• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

গরম পড়ার আগেই আখাউড়ায় বাঁকা হলো ১৫ ফুট রেললাইন 

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি

  ০৪ মার্চ ২০২৪, ১৩:২৬
ছবি : আরটিভি

গরম আসতে না আসতেই সিলেট-ঢাকা রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর স্টেশনের কাছে অন্তত ১৫ ফুট রেললাইন বেঁকে যায়।

রোববার (৩ মার্চ) দুপুরে খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্টরা বেঁকে যাওয়া রেলপথটি মেরামত করে দেয়। তবে ওই সময়ের মধ্যে ওই পথে ট্রেন না আসায় দুর্ঘটনা বা ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেনি।

আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) মো. মেহেদী হাসান তারেক বলেন, আজমপুর-মুকুন্দপুর সেকশনে ১৫ ফুটের মতো লাইন বাঁকা হয়ে যায়। রেলপথে দায়িত্বে থাকা লোকজন বেলা ২টার দিকে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে মেরামত করে দেওয়া হয়।

তিনি বলেন, এখনো তেমন গরম পড়েনি। তবে কম গরমেও রেললাইন বাঁকা হতে পারে। এখন গাড়ির গতি বাড়ানো হয়েছে। যেসব জায়গায় বাঁক আছে সেখানে কম গরমেও লাইন বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আখাউড়ায় ঐতিহ্যবাহী ‘পৌষ মেলা’য় মানুষের ঢল
X
Fresh