• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

আখাউড়ায় ঐতিহ্যবাহী ‘পৌষ মেলা’য় মানুষের ঢল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৪, ১৪:০৬
ছবি : সংগৃহীত

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা যুগ যুগ ধরে উদযাপন হয়ে আসছে। মাঘ মাসের প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একাধিক স্থানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কালীবাড়ি ও মঠ খোলা এলাকায় বসে এই মেলা।

সরেজমিন গিয়ে দেখা যায়, শত শত দর্শনার্থীর ভিড়ে মিলন মেলায় পরিণত হয় মেলা আঙিনা। নারী, পুরুষ, বয়োবৃদ্ধ আর শিশু-কিশোরের কোলাহলে মুখর হয় মেলা প্রাঙ্গন। গ্রামীণ জনপদের এই মেলায় বসে জিলাপি, বাতাসা, মিষ্টির দোকান, ভাজা পেয়াজো, চানাচুর, বাদাম, মাটির তৈজষপত্র, বাঁশ-বেতের পণ্যসহ বিভিন্ন খেলনার দোকান। মেলায় আসা ক্রেতারা কিনেছে তাদের প্রয়োজনীয় বিভিন্ন তৈজষপত্র, খেলনা ও বিভিন্ন পদের মিষ্টান্ন আর বাহারি ফুলের গাছ।

মেলায় ঘুরতে আসা একাধিক দর্শনার্থী বলেন, প্রতি বছর এই মেলা মাঘ মাসের প্রথম দিন অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মালম্বীদের হলেও মেলা দেখতে দূর-দূরান্ত থেকে অসাম্প্রদায়িক বাঙালিরা দল বেঁধে মেলায় আসে। মাঘ মাসের প্রথম দিনটি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ দিন হিসাবে স্থানীয়রা এই মেলা যুগ যুগ ধরে উৎসব মুখর পরিবেশে উদযাপন করে আসছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
সুলতান মেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই
বাংলা ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’, কণ্ঠ দিচ্ছেন যে বাঙালি গায়ক
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
X
Fresh