• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মেম্বারের বাবার কবরের ওপর কাঁদছিল নবজাতক, অতঃপর...

আরটিভি নিউজ

  ০২ মার্চ ২০২৪, ০৬:২১
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে জঙ্গলের ভিতরের কবরের ওপর থেকে কান্নারত নবজাতককে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মুশল্লি ইউনিয়নের তারেরঘাট রসুলপুর এলাকার গ্রামীণ সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এক অটোচালক। পরে রাত ৯টার দিকে নবজাতককে হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই সড়ক দিয়ে অটো চালিয়ে যাচ্ছিলেন মো. সুরুজ মিয়া। হঠাৎ জঙ্গলের ভেতরের নির্জন স্থান থেকে শিশুর কান্নার আওয়াজ পান। তিনি এগিয়ে গিয়ে দেখেন ওই গ্রামের সোহেল মেম্বারের বাবার কবরের ওপরে কাপড়ের টুকরো দিয়ে ঢাকা এক নবজাতক কান্না করছে। তিনি সেখান থেকে তাকে উদ্ধার করে সরাসরি নান্দাইল থানায় নিয়ে যান। পরে থানা থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নবজাতকটির বিষয়ে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল জানান, শিশুটির বয়স আনুমানিক ২ থেকে ৩ দিন হবে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।

নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ বলেন, নবজাতকটিকে থানায় আনার পরপরই আমি ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। উদ্ধারকারী অটোচালক সুরুজ মিয়া শিশুটির দায়িত্ব নিতে চান। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোবটের সাহায্যে সন্দেশখালি থেকে উদ্ধার অস্ত্র, বিস্ফোরক
পাথরঘাটায় নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার 
সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা করেও বাঁচানো গেল না যুবককে
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
X
Fresh