• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় পূর্ব বিরোধের জেরে যুবক খুন

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৬
পাবনায় পূর্ব বিরোধের জেরে যুবক খুন
ছবি : সংগৃহীত

পাবনায় পূর্ব বিরোধের জেরে আবুল কাশেম (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা পৌরসভার শালগাড়িয়ার তালবাগান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি রওশন আলী।

স্থানীয়দের বরাতে ওসি জানান, কয়েকদিন আগে স্থানীয় খাদিজাতুল কুবরা জামে মসজিদের ওরশ অনুষ্ঠানে আবুল কাশেমের সঙ্গে কথাকাটাকাটি হয় একই এলাকার সামির হোসেন ও তার বাবা সুলতানের৷ পরে স্থানীয়রা সেটি মীমাংসা করে দেয়। রোববার বিকালে আবুল কাশেম সামিরের বাড়ির দিকে গেলে তার বাবা সুলতান সেটা দেখতে পান৷ পরে সুলতান বাড়ি থেকে একটি ছুরি এনে কাশেমকে আঘাত করতে শুরু করে। এ সময় সামিরের নেতৃত্বে আরও ৭-৮ জন যুবক সেখানে উপস্থিত হয়। তারা সবাই মিলে কাশেমকে এলোপাতাড়ি মারধর করতে থাকে।

এক পর্যায়ে আবুল কাশেম মাটিতে লুটিয়ে পড়লে, সেখান থেকে পালিয়ে যান তারা৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রওশন আলী বলেন, কাশেমের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে ইতোমধ্যে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাত খুনের ১০ বছর : বিচার শেষ না হওয়ায় হতাশ স্বজনরা
গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
X
Fresh