• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদকারীদের হটিয়ে দিলো পুলিশ

রাঙামাটি প্রতিনিধি

  ১৩ নভেম্বর ২০১৭, ১৭:২৯

রংপুরের গঙ্গাচড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদ জানাতে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জড়ো হয়েছিল প্রগতিশীল ছাত্রজোটের কর্মীরা। কিন্তু প্রতিবাদকারীদের হটিয়ে দিয়েছে পুলিশ।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে দশটায় বিক্ষোভ সমাবেশ শুরু করেন তারা। একপর্যায়ে হঠাৎ বিক্ষোভ সমাবেশে হানা দেয় পুলিশ। হটিয়ে দেয়া হয় প্রতিবাদকারীদের।

প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়া আরটিভি অনলাইনকে অভিযোগ করেন, সারাদেশে সাম্প্রদায়িক হামলা ও বিচারহীনতার সংষ্কৃতির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু করি। হঠাৎ পুলিশ এসে আমাদের সরিয়ে দেয়।

তিনি বলেন, গণতান্ত্রিক দেশে সভা-সমাবেশ করার অধিকার সবারই আছে। আমরা পুলিশি বাধার তীব্র নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে রংপুরে সংখ্যালঘুদের ওপর হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া আরটিভি অনলাইনকে জানান, তাদের সমাবেশ করার কোনো অনুমতি ছিল না। তাই সমাবেশ করতে দেয়া হয়নি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিল্টন সমাদ্দারের স্ত্রী ডিবি কার্যালয়ে
ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা
কানাডায় নিজ্জর হত্যাকাণ্ডে ৩ ভারতীয় গ্রেপ্তার
আসামি ধরতে গিয়ে ইমামকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
X
Fresh