• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

সেনবাগে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৪, ১৯:১৩
সেনবাগে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট
ছবি : আরটিভি

নোয়াখালীর সেনবাগে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ওই ব্যবসায়ী পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) ভোরে নোয়াখালীর সেনবাগে কাবিলপুর ইউপির ছমির মুন্সীরহাট বাজারের উত্তর পাশে আজিজপুর গ্রামের কেনু হাফেজের বসতঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার ভোরে ১২-১৩ জনের ডাকাত দল বাড়ির মূল ফটকের তালা কেটে ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যবসায়ী সাইফুজ্জামান ভূঁইয়াকে মারধর করে আহত করে। পরে ব্যবসায়ী পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে নগদ সাড়ে ৪ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, দামি মোবাইল, মূল্যবান মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা।

এ দিকে ডাকাতির খবর পেয়ে রাতেই সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখানও কোনো অভিযোগ করা হয়নি। ঘটনাটি আদৌ ডাকাতি কি না তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনবাগকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: সাইফুল আলম দিপু
উপজেলা পরিষদ নির্বাচনে সেনবাগে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
ঝিনাইদহে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
সেনবাগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ
X
Fresh