• ঢাকা সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
logo

ট্রেন লাইনচ্যুত, পড়ে গেছে ৪২ টন তেল

কুষ্টিয়া (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

  ২৩ জুলাই ২০২২, ১২:০৯
ট্রেন লাইনচ্যুত, পড়ে গেছে ৪২ টন তেল
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার হালসা রেলস্টেশনের কাছে একটি তেলবাহী ট্রেনের তিনিট বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় কনটেইনা থেকে ৪২ টন ফার্নেস তেল পড়ে গেছে।

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হালসা এলাকায় এ ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেল পুলিশের ওসি মনজের আলী জানান, বিকল্প লাইনে এ ঘটনা ঘটনায় মূল লাইন ক্লিয়ার আছে। এ কারণে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

তিনি বলেন, তেলবাহী ট্রেনটি হালসায় লুপ লাইনে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু লুপ লাইনে ওঠার পর ব্রেক ধরতে গেলে দুর্ঘটনাটি ঘটে। এতে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় একটি কনটেইনার ছিদ্র হয়ে তেল পড়তে থাকে। তবে পরিশোধিত তেল হওয়ায়, আর বিকল্প লাইনে দুর্ঘটনা হওয়ায় এতে কোন ঝুঁকি নেই।

তিনি আরও বলেন, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
স্ত্রীর অনুপ্রেরণায় ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
অবসরের দুই মাস আগে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য ছামাদ
আসামি ধরতে গিয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন পুলিশ কর্মকর্তা
X
Fresh