• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গোপনে স্ত্রীর মরদেহ দাফন করতে গিয়ে ধরা খেলেন রেলওয়ে কর্মকর্তা

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২২, ২২:৩২
গোপনে স্ত্রীর মরদেহ দাফন করতে গিয়ে ধরা খেলেন রেলওয়ে কর্মকর্তা
স্ত্রীর মরদেহ দাফন করতে গিয়ে ধরা খেলেন রেলওয়ে কর্মকর্তা

গোপালগঞ্জে গোপনে স্ত্রীর মরদেহ দাফন করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছেন চট্টগ্রাম রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম। এ সময় তার সহযোগী লিওন সাহাকেও আটক করা হয়।

সোমবার (২৪ জানুয়ারি) ভোরে গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে তাদেরকে আটক করে পুলিশ।

চট্রগ্রাম রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ-আলমের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার শাহদৌলতপুর গ্রামে ও তার সহযোগী লিওন সাহার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামে। আর ওই নারীর বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগা গ্রামে বলে জানা গেছে।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ওই নারীর নাম উম্মে সাইয়েদা (২৩)। সে চট্রগ্রাম রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ-আলমের স্ত্রী। চলতি বছর ১৩ জানুয়ারি তাদের বিয়ে হয়েছে এমনটি দাবি করেছেন ওই প্রকৌশলী।

মো. মনিরুল ইসলাম জানান, সোমবার ভোরে দাফন করার জন্য গাজীপুর থেকে অ্যাম্বুলেন্সে করে গোপালগঞ্জ পৌর কবরস্থানে আনা হয় ওই নারীর মরদেহ। এর আগে রাতেই কবর খুঁড়ে রাখা হয়।

পরে কবর দিতে গেলে কবর স্থানের রেজিস্ট্রার মিজানুর রহমান ওই মৃত নারীর আইডি কার্ড অনুযায়ী পরিচয় জানতে চায়। এ সময় পরিচয় দিতে অস্বীকৃতি জানায় রেলওয়ে অফিসার শাহ-আলম ও তার সহযোগী লিওন সাহা। তারা কবর থেকে দ্রুত মরদেহ উত্তোলন করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই জনকে থানায় নিয়ে যায় এবং মরদেহের ময়নাতদন্ত করতে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

চট্রগ্রাম রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ-আলমের (৪৭) সঙ্গে কথা হলে তিনি জানান, লিওন সাহার মাধ্যমে তিনি উম্মে সাইয়েদা (২৩) নামে ওই নারীকে ১১ দিন আগে বিয়ে করেন। দুই দিন আগে হঠাৎ করে তার মৃত্যু হয়। প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানদের কাছে এ বিষয়টি লুকানোর জন্য তিনি তার সহযোগী লিওনের মাধ্যমে মরদেহ দাফনের জন্য গোপালগঞ্জ নিয়ে আসেন।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
X
Fresh