• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২১, ২৩:৩৭
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মামুন (২৭), জীবন (২০) এবং পারভেজ (২৮)।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পরে তাদের উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জে দগ্ধ ৩ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে মামুনের শরীরের ১০০ শতাংশ, পারভেজের শরীরের ১০০ শতাংশ এবং জীবনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধদের সহকর্মী মো. রিয়াজ গণমাধ্যমকে জানান, আমরা সবাই অনন্ত গার্মেন্টসে চাকরি করি। আমার বাসা আর তাদের বাসা পাশাপাশি। আগুনে দগ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখান থেকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
ফিলিস্তিনের পতাকা দেখেই গেলেন লাথি মারতে, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
X
Fresh