• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

স্ত্রীকে গলাটিপে হত্যা করে থানায় ফোন দেন আমিনুল

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২১, ০৮:৪০
স্ত্রীকে গলাটিপে হত্যা করে থানায় ফোন দেন আমিনুল

স্ত্রী মিনারা বেগমকে গলাটিপে হত্যার পর পুলিশকে বিষয়টি জানান ঘাতক স্বামী আমিনুল। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মিনারার মরদেহ উদ্ধার করে এবং গ্রেপ্তার করে তার স্বামী আমিনুলকে।

শনিবার (২০ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পন্ডিত কাছড়া গ্রামে।

আমিনুল ওই গ্রামের শামছুল হকের ছেলে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাহারুল ইসলাম সরকার জানান, শনিবার রাত ৯টার দিকে স্ত্রীকে হত্যার পর আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করে বিষয়টি জানায় এবং তাকে গ্রেপ্তার করতে বলেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। তিনি প্রাথমিকভাবে স্ত্রী মিনারাকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
বিয়ে না দেওয়ায় মাকে গলা কেটে হত্যা করল ছেলে
প্রেমিকার ১৯ দিন পর প্রেমিকের আত্মহত্যা
X
Fresh