• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ভুয়া কোম্পানি খুলে প্রতারণা করে ভারতে পলায়ন, অতঃপর...

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২১, ১৩:৪৬
ভুয়া কোম্পানি খুলে প্রতারণা করে ভারতে পলায়ন
আমিনুল ইসলাম

ভুয়া কোম্পানি খুলে অর্থ আত্মসাত করে ভারতে পালিয়ে থাকা আমিনুল ইসলাম নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করে দর্শনা ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় একটি প্রতারণা মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রানিনগর গ্রামের আবদুর রশিদের ছেলে।

পুলিশ আরটিভি নিউজকে জানিয়েছেন, ভুয়া কোম্পানি খুলে অর্থ আত্মসাত করে ভারতে পালিয়ে যায় আমিনুল ইসলাম। এরপর তার বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি মাসে রাজধানীর ধানমন্ডি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। মামলার একমাত্র আসামি আমিনুল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

পরে ইমিগ্রেশন পুলিশ তার পাসপোর্ট যাচাই করতে গিয়ে মামলার তথ্য পায়। পরে তাকে সেখানেই গ্রেপ্তার করা হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আবদুল আলীম আরটিভি নিউজকে জানিয়েছেন, পাসপোর্টধারী ওই যাত্রী দেশে প্রবেশ করে। এরপর তার পাসপোর্ট বই যাচাই করতে গিয়ে মামলার তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে দর্শনা থানা পুলিশের হেফাজতে দেয়া হয়।

এমআই /টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিল্টন সমাদ্দারের স্ত্রী ডিবি কার্যালয়ে
ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা
কানাডায় নিজ্জর হত্যাকাণ্ডে ৩ ভারতীয় গ্রেপ্তার
আসামি ধরতে গিয়ে ইমামকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
X
Fresh