• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২১, ১২:৩৪
হিলিতে কমেছে পেঁয়াজের দাম
ফাইল ছবি

দিনাজপুরের হিলিতে দুই দিনের ব্যবধানে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। কেজিপ্রতি কমেছে ৮ থেকে ১০ টাকা। গত দুই দিন আগে প্রকারভেদে যে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকা। আজ সেই পেঁয়াজ প্রকারভেদে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা।

পেঁয়াজ কিনতে আসা আল মামুন আরটিভি নিউজকে জানিয়েছেন, গত দুই দিনের তুলনায় আজ কিছুটা পেঁয়াজের দাম কমেছে। যদি ২০ টাকার মধ্যে দামটা থাকত তবে আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য অনেক সুবিধা হবে।

হিলি বাজারের পাইকারি বিক্রেতারা আরটিভি নিউজকে জানিয়েছেন, ক্রেতা না থাকায় এবং আমদানি বৃদ্ধি পাওয়া কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম। পেঁয়াজ আমদানিকারীদের কাছ থেকে কম দামে কিনে কম দামে বিক্রি করছেন তারা। দাম কমাতে পেঁয়াজ বিক্রি করতে ক্রেতাদের সঙ্গে কোনো ঝামেলা হচ্ছে না এমনকি সেই সঙ্গে বিক্রিও বেড়েছে।

হিলি কাস্টমসের তথ্যমতে গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভারতীয় ২০ ট্রাকে ৫০৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ
আইফোনের বিক্রি কমেছে বিশ্বজুড়ে
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত
X
Fresh