• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

মজুদ রাখা ওএমএসের ৪ টন চাল উদ্ধার

রংপুর প্রতিনিধি, আরটিভ নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭
মজুদ রাখা ওএমএসের ৪ টন চাল উদ্ধার
মজুদ রাখা ওএমএসের চাল উদ্ধার

রংপুর নগরীর রেলস্টেশন এলাকায় পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুক্রবার বিকেলে ৪ টন সরকারি চাল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই চাল ১০টাকা কেজি দরে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ওএমএস (খোলাবাজারের বিক্রি) করতে বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু তা না করে ওএমএস ডিলার ওই চাল ব্যবসায়ী সিরাজুল হক মুন্নার নিকট গোপনে বিক্রি করেন।

বিষয়টি (এনএসআই) জাতীয় গোয়েন্দার সংস্থার নজরে এলে তারা জেলা প্রশাসন, পুলিশ ও জেলা খাদ্য কর্মকর্তাকে অবহিত করেন। এরপর শুক্রবার ( ১০ সেপ্টেম্বর) বিকেলে সরকারি ওই ৪টি সংস্থার যৌথ অভিযানে ওই বিপুল পরিমান সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসকের দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহাত কিন কুতুব।

তিনি আরটিভি নিউজকে জানিয়েছেন, অভিযানের খবর পেয়ে দোকান মালিক পালিয়ে যান তাই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যেও ভিত্তিতে তারা এই উদ্ধার অভিযান চালান। সেখানে বিক্রির উদ্দেশ্যে সরকারিভাবে গরীবের জন্য ১০টাকার খোলাবাজারের বিক্রির চাল গোপনে কালোবাজারে বেশি দামে বিক্রির জন্য মজুত করা হয়েছিল। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদি হয়ে কোতয়ালী মেট্রোপলিটন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিকভাবে এ ঘটনায় জড়িত ব্যবসায়ী সিরাজুল হক মুন্নার নাম পাওয়া গেছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার
রংপুরে বালুখেকোদের রমরমা বাণিজ্য, রাজস্ব হারাচ্ছে সরকার 
বেরোবিতে বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন
ভালুকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক
X
Fresh