• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

কিশোরগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

আরটিভি নিউজ

  ১৯ জুলাই ২০২১, ০৮:৪২
কিশোরগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু
ফাইল ছবি

কিশোরগঞ্জে গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনায় এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

রোববার (১৮ জুলাই) রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য জানান।

রোববার করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে জেলার সদর উপজেলার একজন পুরুষ (৫৫) ও একজন নারী (৫০), ভৈরব উপজেলার একজন পুরুষ (৭৫) ও আরেকজন নারী (৮৫) ও কুলিয়ারচর উপজেলার একজন পুরুষ (৬৫) রয়েছেন। একইদিন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ৯জনের।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, কিশোরগঞ্জে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫০৮ জন। আক্রান্তদের মধ্যে ৫ হাজার ৯০৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালোবেসে বিয়ে, সমাপ্তি ঘটলো মৃত্যু দিয়ে
আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
সংঘর্ষে মৃত্যুর জেরে গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ
মসিক কাউন্সিলর ফারুকের মৃত্যু
X
Fresh