• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

গর্তে পড়া ৬ গরু উদ্ধার করল ফায়ার সার্ভিস

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২১, ১৩:৪৯
গর্তে পড়া ৬ গরু উদ্ধার করলেন ফায়ার সার্ভিস
উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজধানীর সাভারে রেডিও কলোনী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে কোরবানির হাটে বিক্রির জন্য আনা ৬টি গরু ট্রাক থেকে নামাতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় সেগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে ওই মহাসড়ক সংস্কার কাজের জন্য করে রাখা গর্ত থেকে গরুগুলোকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার (১৪ জুলাই) কুষ্টিয়ার পলে মণ্ডল নামে এক ব্যবসায়ী ৬টি গরু বিক্রির জন্য সাভারের রেডিওকলোনী এলাকায় নিয়ে আসেন। পরে ট্রাক থেকে গরুগুলোকে নামিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখেন। সবগুলো গরু একটি রশি দিয়ে বাঁধা ছিল। এ সময় একটি গরু আরেকটিকে ধাক্কা দিলে নরম মাটি ভেঙে দুর্ঘটনাবশত ৬টি গরু সড়কের খাদে পড়ে যায়। জমে থাকা পানি ও কাদার কারণে গরুগুলোকে আর ওপরে ওঠানো সম্ভব হয়নি। পরে সংবাদ পেয়ে তাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় গরুগুলোকে উদ্ধার করা হয়।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. লিটন বলেন, গর্ত একটু বেশি হওয়ায় আমরা সেই গর্তে আরও পানি দিয়ে অনেক চেষ্টায় গুরুগুলোকে উদ্ধার করি। এ ঘটনায় একটি গরুর পা ভেঙে যায়।
জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মনোনয়ন প্রত্যাহার করলেন এমপিপুত্র গোলাম মূর্তজা
চার ঘণ্টা পর অভিযান স্থগিত, উদ্ধার হয়নি লেকে ডুবে যাওয়া শিশু
লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার কারণ খোলাসা করলেন পাপন
X
Fresh