• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

এসপির বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ১৩:১১
এসপির বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
ফাইল ছবি

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিনের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ মে) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. বেলাল হোসাইন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ বিকেলে উপজেলার ধনুসাড়া এলাকায় এসপি ফরিদ উদ্দিন বাড়ির সামনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। একপর্যায়ে গোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ ঘটনায় ফরিদ উদ্দিন বাড়িতেও হামলা চালানো হয়।

পরে এ ঘটনায় গোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ কামাল বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় চেয়ারম্যান কাজী জাফর আহমেদসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত
নওগাঁয় চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২
সাংবাদিকদের সঙ্গে চাঁদপুরের পুলিশ সুপারের মতবিনিময়
X
Fresh