• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

সাংবাদিকদের সঙ্গে চাঁদপুরের পুলিশ সুপারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৪, ০৪:০৪
ছবি : আরটিভি

চাঁদপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপারের সম্মেল কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুশিল সুপার সাইফুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার বলেন, চাঁদপুরের সাংবাদিকদের সঙ্গে পুলিশের নিবীড় সম্পর্ক। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। আর পুলিশের বন্ধু হচ্ছে সাংবাদিক। সাংবাদিকদের কাছ থেকে অনেক তথ্য জানা যায় এবং জেনে সেসব বিষয়ে কাজ করা যায়। সুতরাং ভবিষ্যতে আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় হবে। কারো ব্যাক্তিগত স্বার্থের কারণে যেন সম্পর্ক নষ্ট না হয়, সে জন্য আমরা সকলে সতর্ক থাকবো।

পুলিশ সুপার বলেন, গত ৭ জানুয়ারি খুবই সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো দুস্কৃতিকারী কোনো কেন্দ্র জোর করে দখল করে মানুষের সামনে, মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিবে এরকম একটি ঘটনাও চাঁদপুরে ঘটে নাই।

এ সময় বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, এ এইচ এম আহসান উল্লাহ, সিনিয়র সহসভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন প্রমূখ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরি কমিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় সাইবার নিরাপত্তা আইনে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা
চাঁদপুরে বাঘড়া বাজারে আগুন, পুড়ে ছাই ১২ ব্যবসা প্রতিষ্ঠান
সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হোক মে দিবসের অঙ্গীকার
‘বিয়ে না করানোয় মাকে কুপিয়ে হত্যা করেন ছেলে’
X
Fresh