logo
  • ঢাকা সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৯ চৈত্র ১৪২৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩০
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪১

মা হয়েছে মেয়েটি, বাবা হয়নি কেউ

মা×মেয়ে×পাগলি×সন্তান×ডাক্তার×ঘুরাঘুরি×দেড়×দোকানদার×
ছবি সংগৃহীত

শাবনূর নামে এক পাগলি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার শিমরাইল মোড়ের একটি বাস কাউন্টারের সামনে সন্তান প্রসব করেন ওই পাগলি।

তবে সন্তানটির বাবা কে সেটি জানা যায়নি। বর্তমানে ওই প্রসূতি ও তার সন্তান বাস কাউন্টারের সামনের এক চকলেট বিক্রেতা নাসিমার তত্ত্বাবধানে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, প্রসব বেদনা ওঠার পর পাগলি নিজেই তার সন্তান প্রসব করেন। খবর পেয়ে চকলেট বিক্রেতা নাসিমা তাদেরকে উপজেলার মেথর পট্টিতে নিয়ে গোসল করান। এখন মা-মেয়ে নাসিমার তত্ত্বাবধানেই রয়েছেন।

এ বিষয়ে নাসিমা জানান, দেড় মাস আগে শিমরাইল মোড়ের কয়েকজন দোকানদার মিলে ওই পাগলিকে আলট্রাসনোগ্রাম করিয়েছিলো। তারপর আর ডাক্তার দেখানো হয়নি।

তিনি আরও বলেন, গত দুই বছর যাবত ওই পাগলি শিমরাইল মোড়ে ঘোরাঘুরি করে। আশপাশের দোকান থেকে খাবার খেয়ে জীবনধারণ করতো। এখন সে ও তার নবজাতক সন্তান সুস্থ আছে।

আরও পড়ুন: মেয়ের সামনেই মাকে…

জেবি

RTV Drama
RTVPLUS