• ঢাকা শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ৩ রোহিঙ্গা ডাকাত নিহত

আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৭
টেকনাফে গহীন পাহাড়ে গোলাগুলি, রোহিঙ্গা ডাকাত জাকিরসহ  নিহত ৩
ফাইল ছবি

টেকনাফের শামলাপুরের ২৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় র‍্যাবের সাথে প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলিতে ডাকাত জকির বাহিনীর প্রধান জকিরসহ তিনজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গোলাগুলিতে একজন র‍্যাব সদস্য হাতে গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর উইং কমান্ডার আজিম আহমেদ।

তিনি জানান, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শালবন এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৫ এর একটি বিশেষ আভিযানিক দল। এসময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত ডাকাত জকির গ্রুপের সদস্যরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির পর ডাকাত জকিরসহ আরও দুই জনের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দুইটি পিস্তল, দুইটি বন্দুক এবং পাঁচটি ওয়ান শুটারসহ ২৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বর্তমানে ঘটনাস্থল র‍্যাবের আভিযনিক দল ঘিরে রেখেছে এবং এখনো অভিযান চলছে।

তিনি জানান, ডাকাত জকিরের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ এবং মাদকসহ ২০টির অধিক মামলা রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে নতুন করে আশ্রয় নিয়েছে ৪৫ হাজার রোহিঙ্গা: জাতিসংঘ
ইটনায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ১
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন
X
Fresh