নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ
দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নড়াইলে দীর্ঘদিন পলাতক থাকা দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানা পুলিশের একটি চৌকস টিম আজ শুক্রবার রাত দুইটার দিকে মো. মিন্টু মুন্সী (২৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
নড়াইল সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, জি আর ৮৯/১৭ মামলার ২ দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামি মো. মিন্টু মুন্সী (২৮) পিতা মৃত খোকন মাস্টার। তাকে সদর থানার রামচন্দ্রপুর নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
নড়াইল সদর থানা পুলিশের এ এস আই আনিস কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই আসামিকে গ্রেপ্তার করেছি এবং আসামিকে নড়াইল সদর থানা হেফাজতে রাখা হয়েছে।
জেবি