মাছ শিকারের অভিযোগে ১৭ ভারতীয় জেলে আটক
অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ১৭ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাতে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার সকালে বঙ্গোপসাগরসংলগ্ন বাংলাদেশের জলসীমায় মৎস্য আহরণের সময় ভারতীয় জেলেদের আটক করে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহল দল।
এ সময় জেলেদের ব্যবহৃত ‘এফ বি মা শিবানিথ নামে একটি ট্রলারও জব্দ করা হয়। ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে এক হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ।
কোস্টগার্ড পশ্চিম জোন(মোংলা) অপারেশন কর্মকর্তা লেফটেনেন্ট শাহারিয়ার আলম এ তথ্য নিশ্চিত করে জানান, আটক জেলেদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলায়। তবে তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা জানাতে পারেনি।
জেবি