• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র সচিব

আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২০, ২০:২৫
Expatriate, worker
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, করোনা মহামারীর কারণে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসা প্রবাসীদের ফের মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে আলোচনা চলছে। ঢাকায় মালয়েশিয়ার নতুন হাইকমিশনারের সঙ্গে সমস্যাগুলো তুলে ধরা হয়েছে।কিছু দিনের মধ্যেই সমস্যা সমাধানে আসবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ঢাকায় মালয়েশিয়ার নতুন হাইকমিশনার এসেছেন। প্রবাসীদের সমস্যা নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। তারা বিষয়টি দেখছেন বলেও আমাদের আশ্বাস দিয়েছেন। মালয়েশিয়া ফেরত কর্মীদের ধৈয্য ধরার জন্য তিনি অনুরোধ জানান।

করোনার কারণে বর্তমানে মালয়েশিয়ায় বিদেশি কর্মী প্রত্যাবর্তনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে মালয়েশিয়ায় কর্মরত বেশ কিছু বাংলাদেশি কর্মী করোনা শুরু হওয়ার আগে ছুটিতে বাংলাদেশে আসে। এখন কর্মীদের মালয়েশিয়ায় ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে কিছু কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

আরও পড়ুন:
করোনা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী

এফএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাপের কামড়ে প্রাণ গেল যুবকের 
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা
মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাফাতের দ্বিপাক্ষিক বৈঠক
X
Fresh