• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২০, ১৮:৪৮
Insult to the Prophet, on Facebook, youth arrested, rtv news
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি করায় গ্রেপ্তার যুবক মিঠুন দে ওরফে পিকলু নীল

হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা সিদ্দীকাকে (রা.) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় ফেনীতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে মিঠুন দে ওরফে পিকলু নীল (৩২) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

মিঠুন দে ওরফে পিকলু নীল ফেনী শহরের ডাক্তার পাড়ার বাসিন্দা কালি প্রসাদ ওরফে বাচ্চু দে’র ছেলে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওমর হায়দার আরটিভি নিউজকে জানান, গ্রেপ্তার পিকলু তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘পিকলু নীল’ থেকে ধর্মীয় উসকানিমূলক বিভিন্ন প্রচারণা চালিয়ে আসছিল। এসব পোস্ট ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা প্রশাসনের কাছে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানায়।

এরপর গতকাল বৃহস্পতিবার রাতে পিকলুকে আটক করা হয়। আটকের পর ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ফজল উদ্দিন ক্বারি বাড়ির আশেক এলাহীর ছেলে ছানা উল্লাহ বাদী হয়ে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পিকলুকে গ্রেপ্তার দেখানো হয়।

ওসি আরও জানান, আজ শনিবার পিকলুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:
ফ্রান্সে মহানবী (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র: জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ (ভিডিও)
লালমনিরহাটে যুবককে পুড়িয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি

জেবি/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
X
Fresh