• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে চটের বস্তার দোকানে ভয়াবহ আগুন

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২০, ১৬:০৮
Terrible fire, in a sack shop in Healy, rtv news, rtv news
হিলি

হিলিতে একটি চটের বস্তার গুদামে আগুন লেগে প্রায় ৪৫ হাজার পিস পাট ও প্লাস্টিকের বস্তা পুরে ছাই হয়ে গেছে।

এতে প্রায় ১২ লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি বস্তার মালিক মোফাজ্জল হোসেন মোফার।

গতকাল বৃহস্পতিবার মধ্য রাত একটার দিকে উপজেলার চুড়িপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বস্তার মালিক মোফাজ্জল হোসেন হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেনি কেউ। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষে ধারণা বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয় বাসিন্দা রাজন জানান, রাত একটার দিকে হঠাৎ বিকট শব্দে তার ঘুম ভাঙলে তিনি বাইরে এসে দেখেন বস্তার গুদামে দাউ-দাউ করে আগুন জ্বলছে। তিনি তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ

ধর্ষণের বিচার চেয়ে অনশনে থাকা ঢাবি ছাত্রী অসুস্থ

ধর্ষণের সময় ধরা খেয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালিয়েছিল শাহীন

বৈরুতে এবার ফুয়েল ট্যাংক বিস্ফোরণে নিহত ৪

ধর্ষণে মৃত্যুদণ্ড নয়, ৫০ বছরের কারাদণ্ড দেয়া উচিত: ডা. জাফরুল্লাহ

হিলি ফায়ার সার্ভিস ও সিভিন ডিফেন্সের স্টেশন ইন-চার্জ মিজানুর রহমান জানান, বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। গুদামে পাট ও প্লাস্টিকের বস্তা থাকায় আগুন নিয়ন্ত্রণে তাদের কিছুটা বেগ পেতে হয়।

ঘটনাস্থল পরিদর্শনকালে হিলি-হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান গুদামের ভেতর পাটের ও প্লাস্টিকের বস্তা ছিলো। আগুনের ঘটনা খুবই দুঃখজনক। এতে মালামালের মালিক মোফাজ্জল হোসেনের সবকিছু শেষ হয়ে গেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার
X
Fresh