smc
logo
  • ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২০, ৬ কার্তিক ১৪২৭

হাতিয়া উপজেলাকে করোনামুক্ত ঘোষণা

  হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

|  ১০ অক্টোবর ২০২০, ১৪:৩৬ | আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৪:৪৩
Hatia upazila, declared, tax free, rtv news, rtv  news
হাতিয়া
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াকে আজ শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে করোনামুক্ত ঘোষণা করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন মিজান জানান,  প্রথম থেকে এ পর্যন্ত উপসর্গ থাকায় হাতিয়াতে ৭২২ জনের নমুনা সংগ্রহ করা হয়।

এর মধ্যে ১২২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।

সর্বশেষ ৯ অক্টোবর হাতিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের জাকির হোসেন নামে করোনা আক্রান্ত একজনের ১৫ দিন পরে ফলাফল নেগেটিভ আসায় আর কোনও রোগী না থাকায় এ ঘোষণা দেওয়া হয়।

ইতিপূর্বে করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নিহত হন উপজেলার তমরদ্দি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ব্যাংক কর্মকর্তা এবিএম নোমান।

এই উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এটাই একমাত্র মৃত্যু।

হাতিয়াতে মূলত প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। যার ফলাফল পাওয়া যায় দুই দিন পর। এই ধারা এখনও অব্যাহত রয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীরদের জন্য তৈরি করা হয়েছে ২০ শয্যার বিশেষায়িত আইসোলেশন ইউনিট।

আরও পড়ুনঃ

ধর্ষণের সময় ধরা খেয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালিয়েছিল শাহীন

বৈরুতে এবার ফুয়েল ট্যাংক বিস্ফোরণে নিহত ৪

যমুনা নদীতে ভাসছিলো অর্ধগলিত যুবকের মরদেহ

হাতিয়া উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় সাত লাখ লোকের বসবাস।

এদিকে করোনামুক্ত ঘোষণার দিন শনিবার ১০ অক্টোবর ও তিনজনের উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিশ্চিত করেছে।

জেবি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়