• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সিজার করলেন যৌনরোগ বিশেষজ্ঞ, মৃত্যু হলো প্রসূতির

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২০, ১২:০৫
সিজার করলেন যৌনরোগ বিশেষজ্ঞ, মৃত্যু হলো প্রসূতির
মাদারীপুর

মাদারীপুরে যৌন ও চর্ম রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে সিজার করায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

মাদারীপুর শহরের ডিজিটাল অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ উঠে।

মারা যাবার বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে করে রোগীকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহতের স্বজনরা জানান, প্রসববেদনা ওঠলে মাদারীপুরের কালকিনির আটিপাড়া গ্রামের রুনা আক্তারকে ভর্তি করা হয় শহরের ডিজিটাল অ্যাপোলো হাসপাতালে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের যৌন ও চর্ম রোগের চিকিৎসক ফায়সাল কাবির ও ফারজানা আফিয়া মেঘলা ওই প্রসূতিকে সিজার করেন।

আরও পড়ুনঃ

জমজ বোনসহ ৩ মেয়েকে ধর্ষণ করে বাড়িওয়ালা

মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করছিল নাটোরের এই সন্ন্যাসী! (ভিডিও)

মাদরাসাছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, আটক ২

গৃহবধূকে সিএনজিতে তুলে রাতভর গণধর্ষণ

এ সময় প্রসূতির রক্তের প্রয়োজন বলে স্বামী রমজান মালকে অন্যত্র পাঠিয়ে দেয়া হয়। পরে অপারেশন টেবিলেই মারা যান রুনা। বিষয়টি ধামাচাপা দিতে দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা গুরুতর বলে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

সেখানে নিয়ে যাবার পর কর্তৃব্যরত চিকিৎসক জানায় রোগী আরও দুই থেকে তিন ঘণ্টা আগেই মারা গেছেন।

পরে মরদেহ নিয়ে মাদারীপুরে চলে আসেন স্বজনরা। মরদেহ নিয়ে বিক্ষোভ শুরু করলে লাপাত্তা হয় হাসপাতাল কর্তৃপক্ষ।

রোগী মারা যাবার ঘটনা গোপন করে অন্যত্র পাঠানোর ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, অভিযোগ পেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

এ ব্যাপারে ডিজিটাল এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকরা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও তারা দাবি করেন, উচ্চ রক্তচাপ থাকার কারণে রোগীর মৃত্যু হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোয়াল প্রতিস্থাপনে সফল দেশের চিকিৎসকরা
বোরো খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
X
Fresh