• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

যৌতুকের জন্য দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ, আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৩
Second wife, beaten to death,rtv news
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গ্রামবাসী স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গতকাল মঙ্গলবার রাত আটটার সিরাজগঞ্জ রোড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মরিয়ম খাতুন (২৬)। তিনি রায়গঞ্জ উপজেলার রুপাখাড়া গ্রামে মৃত সুবল শেখের মেয়ে।

ঘাতক স্বামীর নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি সলঙ্গা থানার চরিয়াশিকার গ্রামের মনছের ফকিরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আট বছর আগে রায়গঞ্জ উপজেলার রুপাখাড়া গ্রামের মৃত সুবল শেখের মেয়ে মরিয়ম খাতুনের (২৬) সঙ্গে বিয়ে হয় সলঙ্গা থানার চরিয়াশিকার গ্রামের মৃত মনছের ফকিরের ছেলে জাহাঙ্গীরের (৪৫)।

বিগত সাত বছর ধরে তিনি যৌতুকের দাবিতে বিভিন্ন সময় স্ত্রীকে মারপিট করতো। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে সিরাজগঞ্জ রোড এলাকায় ভাড়া বাসায় পাষণ্ড স্বামী ও তার প্রথম স্ত্রীর স্বজনরা মিলে এক সন্তানের জননী মরিয়মকে বেধড়ক মারপিট করে। পরে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মরিয়মের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাতে বগুড়ায় পাঠানো হয়। পরে বগুড়া যাওয়ার পথে মরিয়ম মারা যান। মৃত্যুকালে কাছে থাকা স্বজনের কাছে মরিয়ম অভিযোগ করেন তাকে বেধড়ক মারপিট করেছে কয়েকজন মিলে।

এরপর স্বজনদের অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা
৬ মে লিডসে কাব্যশীলনের কবিতা ও শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা
মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি
কানাডায় নিজ্জর হত্যাকাণ্ডে ৩ ভারতীয় গ্রেপ্তার
X
Fresh