smc
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ১৪ কার্তিক ১৪২৭

সাভারে চাঁদাবাজির অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

  সাভার প্রতিনিধি, আরটিভি

|  ৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:২৩
সাভারে চাঁদাবাজির অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক
বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন
সাভারে চাঁদাবাজির অভিযোগে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে (৩৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে সাভারের বিরুলিয়া এলাকা থেকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক ইউপি চেয়ারম্যান বিরুলিয়ার কাকাব এলাকার মৃত আতা নুল্লার ছেলে। 

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম।

পুলিশ বলছে, সাভারের বিরুলিয়া এলাকায় আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি একটি জমিতে বাড়ি নির্মাণ করছিলেন। পরে সেই ব্যক্তির কাছে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। পরে ওই ব্যক্তি ইউপি চেয়ারম্যানকে এক লাখ টাকা দিলে আরও চার লাখ টাকা দিতে চাপ দেন ইউপি চেয়ারম্যান সুজন। পরে ভুক্তভোগী ওই ব্যক্তি রাতে সাভার মডেল থানায় চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে আসামি করে চাঁদাবাজির একটি অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই বিরুলিয়া এলাকা থেকে ইউপি চেয়ারম্যানকে আটক করে। বর্তমানে আটক এই ইউপি চেয়ারম্যান সাভার মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে। 

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, আটক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

এসএস

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়