• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে তালাবন্দি ঘর থেকে ১৭ পরিবারকে উদ্ধার করলো পুলিশ

নারয়ণগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২০, ১১:১০
Naogaon lock
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে মৌচাক মার্কেট এলাকায় জিম্মিকৃত পরিবারের একটি

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে মৌচাক মার্কেট এলাকায় বাড়িতে তালা মেরে ১৭ পরিবারকে জিম্মি করে রাখার খবর জানতে পেরে পুলিশ সুপারের নির্দেশে বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী বাড়িওয়ালার ছেলের দাবি, মাসুদ রানা নামের এক ব্যক্তি তাদের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে প্রথমে রাস্তায় দেয়াল নির্মাণ করে পরে বাড়িতে তালা ঝুলিয়ে দেয়। তবে পুলিশ বলছে, দুইপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে।

বাড়িওয়ালার ছেলে রনি জানান, আমাদের কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল স্থানীয় প্রভাবশালী মাসুদ রানা নামে এক থানা আওয়ামী লীগ নেতার ছেলে। টাকা না পেয়ে তিনি প্রথমে আমাদের প্রবেশ পথে দেয়াল নির্মাণ করেন। একপর্যায়ে আমরা টাকা দিতে না চাইলে বাড়ির বাইরে তালা মেরে দেন। সারা দিন আমরা কেউ বাড়ি থেকে বের হতে পারছি না। বিষয়টি পুলিশ সুপার জায়েদুল আলমকে জানালে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক আরটিভি নিউজকে জানান, জমি নিয়ে বিরোধের জন্য মাসুদ রানা নামের এক যুবক মৌচাক এলাকার জব্বার মিয়ার বাড়ির পরিবারের সদস্যদের যাতায়াত পথ বন্ধ করে দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৯
যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী ছাত্র বিক্ষোভে পুলিশের বর্বরতা
বস্তা থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, মিলল স্কুলছাত্রীর মরদেহ 
লাখাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
X
Fresh