smc
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ৭ কার্তিক ১৪২৭

কেন্দ্রীয় নেতাদের পাশে বসা নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ

  পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

|  ২১ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯
কেন্দ্রীয় নেতাদের পাশে বসা নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ 
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনের প্রচার নিয়ে পাবনা জেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ চার নেতাকর্মী হয়েছেন। আহত ৪ জনকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তিন জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

ঈশ্বরদী থানা পুলিশ ও দলীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া হাবিবের বাসায় দুপুরের খাবারের সময় কেন্দ্রীয় নেতাদের পাশে বা সঙ্গে বসা নিয়ে পাবনা থেকে আসা জেলা বিএনপির দুইটি গ্রুপ প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। 

ঈশ্বরদী থানা পুলিশের ওসি নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  

সংঘর্ষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিমেল রানা (৪৫), জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন(২৪), সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন (২২) এবং জেলা স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিষয়ক সম্পাদক আজমল হোসেন রানা (২৭) ছুরিকাহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় হিমেল রানা ছাড়া বাকী তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এসএস

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৯৪৮২৭ ৩১০৫৩২ ৫৭৪৭
বিশ্ব ৪,১৫,৭০,৮৩১ ৩,০৯,৫৮,৫৪৬ ১১,৩৭,৭০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়