logo
  • ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০, ৬ আশ্বিন ১৪২৭

করোনাভাইরাসে আক্রান্ত বেড়া উপজেলা চেয়ারম্যান মারা গেলেন

  পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

|  ১১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৬ | আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১০:৩২
করোনা কাদের বেড়া
বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের
পাবনার বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ছয়টায় তিনি মারা যান।

বেড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল হক মেজবা মোল্লা আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গেল বুধবার  তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: মেয়র আরিফ করোনায় আক্রান্ত

সেখান থেকে বৃহস্পতিবার  তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গেল শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে তার করোনা পজিটিভ প্রকাশ করা হয়।

মরহুম আব্দুল কাদের  স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

তিনি বেড়া উপজেলার নগববাড়ী গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। 

জেবি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৪৪২৬৪ ২৫০৪১২ ৪৮৫৯
বিশ্ব ৩,০১,২৬,০২০ ২,১৮,৭৪,৯৫৭ ৯,৪৬,৭১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়